কেওক্রাডং পাহাড়চূড়ায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পাহাড়চূড়ায় পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে আগামী ১ অক্টোবর থেকে। দুর্গাপূজার ছুটি সামনে রেখে পর্যটক ও ব্যবসায়ীদের অনুরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, সব দিক বিবেচনা করেই কেওক্রাডং ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। তবে পর্যটকদের বিদ্যমান নিয়মকানুন মেনে চলতে হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২০ অক্টোবর রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও জঙ্গি সংগঠনের কার্যক্রম বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়। এরপর ধাপে ধাপে কয়েকটি এলাকায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রোয়াংছড়ির দেবতাখুমও খুলে দেওয়া হয়েছিল পর্যটকদের জন্য।