কৃতি ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের ক্যান্সার চিকিৎসার ব্যয় নির্বাহে সহায়তা হিসেবে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঋতুপর্ণার বড় বোন পাম্পি চাকমার হাতে তিন লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর এস এম মান্না প্রমুখ।
অনুদান গ্রহণ শেষে পাম্পি চাকমা বলেন, “মায়ের চিকিৎসার জন্য প্রতি ২৫ দিন পর চট্টগ্রামে নিয়ে কেমোথেরাপি দিতে হয়। এতে প্রচুর অর্থের প্রয়োজন হয়।”
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, “ঋতুপর্ণা চাকমা শুধু রাঙামাটির কৃতি সন্তান নন, তিনি পুরো বাংলাদেশের গৌরব। তাঁর মায়ের চিকিৎসার জন্য আবেদনের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে তিন লক্ষ টাকা অনুদান প্রদান করা হলো। আমরা সবসময় ঋতুপর্ণার অসুস্থ মায়ের পাশে আছি এবং থাকবো।”






