রাঙামাটি সদরপ্রধান খবর

রাঙামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ৮ জন

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে রাঙামাটি জেলা থেকে ৮ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। অপেক্ষমান তালিকায় রয়েছেন আরও ২ জন।
রবিবার বিকেলে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন জানান, পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি ড. এস এম ফরহাদ হোসেনের তত্ত্বাবধানে পরীক্ষার সব ধাপ সম্পন্ন হয়েছে। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার পর চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ৮ জন। তারা এবার প্রশিক্ষণে যোগ দেবেন।
পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, “নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে হয়েছে। এখানে মেধা ও যোগ্যতাকেই প্রাধান্য দেয়া হয়েছে।”
নির্বাচিত প্রার্থীরা জানান, নিজেদের মেধা ও পরিশ্রমে চাকরিতে সুযোগ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে দেশের সেবায় নিজেদের নিবেদিত করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
জেলা পুলিশের তথ্যমতে, এবারের নিয়োগে ৫৩২ জন আবেদন করেছিলেন। মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হন ১২০ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১৪ জন। সর্বশেষ ধাপে নির্বাচিত হন ৮ জন, এবং অপেক্ষমান তালিকায় স্থান পান আরও ২ জন।

Related Articles

Back to top button