রাঙামাটি সদরপ্রধান খবর

রাঙামাটিতে কারাগারে কয়েদির মৃত্যু

রাঙামাটিতে বীর বাহাদুর (২৯) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর।

রাঙামাটি জেলা কারাগারের জেলার মজিবুর রহমান মজুমদার জানান, রিজার্ভ বাজার পাথরঘাটা এলাকার বাসিন্দা বীর বাহাদুর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদক মামলায় পাঁচ বছর এবং চুরি মামলায় ছয় মাসের সাজা ভোগ করছিলেন বীর বাহাদুর। ময়নাতদন্তের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেলার। তবে দুপুর পর্যন্ত পরিবারের কাউকে পাওয়া যায়নি।

Related Articles

Back to top button