রাঙামাটিতে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে রাঙামাটিতে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান।
শনিবার (২রা আগস্ট) সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রদীপ চাকমা বলেন, “পার্বত্য চট্টগ্রামসহ গোটা দেশে বন নিধনের দায় বনবিভাগেরই। কোন গাছ পরিবেশ ও অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ তা নিয়ে জরিপ করা জরুরি। সেগুন গাছ বন্ধ করলে, এক সময় জুম চাষ বন্ধের দাবিও উঠে যেতে পারে, যা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।”
তিনি আরও বলেন, “শুধু আম কাঁঠাল নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষায় উপযুক্ত গাছ চিহ্নিত করে রোপণ করা উচিত। পাহাড়ের মানুষ প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে অত্যন্ত সচেতন। তাই তাদের এলাকায় পাহাড় ধসের ঘটনা বিরল।”
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, উত্তর বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুয়েন খীসা প্রমুখ।
পরে অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন উপদেষ্টা।
এর আগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।