রাঙামাটি সদর
সিএনজি অটোরিক্সার রেজিস্ট্রেশনের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
রাঙামাটি শহরে নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সার রেজিস্ট্রেশন ও রুট পারমিট নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে চালকদের একাংশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির অবহেলিত সদস্যরা এই কর্মসূচি পালন করেন।
বক্তারা অভিযোগ করেন, কোনো অফিসিয়াল নোটিশ ছাড়াই ২৩ সেপ্টেম্বর থেকে এসব গাড়ির চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ সংগঠনের পক্ষ থেকে কিছু গাড়ির রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হলেও নিবন্ধিত শ্রমিকদের নাম সুপারিশ করা হয়নি।
তাঁরা প্রশাসনের কাছে বৈষম্যহীন সঠিক সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।






