রাঙামাটি সদরপ্রধান খবর

সাইবার ক্রাইম সেলের প্রচেষ্টায় উদ্ধারকৃত ৫০ মোবাইল হস্তান্তর

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন স্থানে হারানো মোবাইল ফোনের সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে ফোনগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে গঠিত সাইবার ক্রাইম মনিটরিং সেল ইতোমধ্যে অদ্যাবধি ৫০৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি এক লক্ষ টাকা। পাশাপাশি এই সেল ক্লুলেস মামলা ডিটেকশন ও সাইবার অপরাধ প্রতিরোধেও কাজ করছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button