রাজস্থলীতে আনন্দঘন পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটির রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক দেবোজ্যোতি চাকমা, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরনবী, কৃষকদলের সভাপতি আলোপ্রিয় বড়ুয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয়রা।
নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় সবসময় অঙ্গীকারবদ্ধ। তারা আরও অভিযোগ করেন, স্বাধীনতার পর একদলীয় শাসন গণতন্ত্রকে হত্যা করেছিল, আর বিএনপিই বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছে।
প্রধান অতিথি দীপেন তালুকদার দীপু বলেন, সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন যাতে সুষ্ঠু ও বাধাহীন হয়, সেদিকে সজাগ থাকতে হবে। তিনি আরও ঘোষণা দেন, বিএনপি বিজয়ী হলে একটি জাতীয় সরকার গঠন করা হবে যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে।