রাজস্থলী

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে রাজস্থলীতে নারী সমাবেশ

রাজস্থলী (বান্দরবান) : গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে “তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ” গঠনের অঙ্গীকারে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে রাজস্থলীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে এ সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে মায়েদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানদের অনৈতিক কার্যক্রম ও মাদকাসক্তি থেকে রক্ষা করতে ছোটবেলা থেকেই সময়ানুবর্তী, নিয়মানুবর্তী ও সৎ হিসেবে গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ, যৌতুক, যৌন নির্যাতন বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সমাজকে অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা সম্ভব। পাশাপাশি বর্তমান প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

কাপ্তাই তথ্য অফিসের অফিস সহকারী মো. মহিন উদ্দীনের সঞ্চালনায় এবং তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাজুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আশরাফ হোসেন, রাজস্থলী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ ও বাঙ্গালহালিয়া ইউনিয়নের মহিলা সদস্য সালমা আক্তার।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় নারীরা সমাবেশে অংশ নেন।

Related Articles

Back to top button