রাজস্থলী

রাজস্থলীতে ১০৫ লিটার চোলাই মদ উদ্ধার, সিএনজি সহ আটক ২

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির রাজস্থলী উপজেলায় অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাই মদসহ একটি সিএনজি ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।

রবিবার (২৩ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানার এসআই রবিউল আমিন ও এসআই বিষ্ণুপদ হীরার নেতৃত্বে ফোর্সসহ এ অভিযান পরিচালিত হয়। রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া সড়কের নন্দবংশ আন্তর্জাতিক ভাবনা বিদর্শন কেন্দ্রের সামনে থেকে সিএনজিটি আটক করা হয়।

আটককৃতরা হলেন— চট্টগ্রামের বোয়ালখালী থানার মো. মনিরের ছেলে হাসান । একই এলাকার সামশুল আলমের ছেলে দিদারুল আলম।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাজান কামাল জানান, তল্লাশিতে সিএনজি থেকে মোট ১০৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং সিএনজিটি জব্দ করে রাঙামাটি জেল হাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাহাড়ি অঞ্চলে অবৈধভাবে চোলাই মদের ব্যবসা চলছে। এর ফলে যুবসমাজ মাদকের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা প্রশাসনের কাছে নিয়মিত এ ধরনের অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।

Related Articles

Back to top button