রাজস্থলী

রাজস্থলীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাঙামাটির রাজস্থলী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে উপজেলা মডেল মসজিদ হল রুমে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুল হক। স্বাগত বক্তব্য রাখেন অফিস সহকারী সঞ্চয় চাকমা। আলোচনায় অংশ নেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়াজ বিশ্বাসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “আমরা মাছে ভাতে বাঙালি। বর্তমানে দেশের জনসংখ্যার প্রায় ১২ শতাংশ মানুষ মৎস্যচাষের সঙ্গে যুক্ত। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ রক্ষা করতে হবে।” গত দুই বছরের বন্যায় রাজস্থলীর মৎস্যচাষিদের ক্ষতির কথাও তারা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে সফল তিনজন মৎস্যচাষির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

Related Articles

Back to top button