রাজস্থলীপাহাড়ের রাজনীতি
রাজস্থলীতে ছাত্রদল নেতা বহিষ্কার
রাঙামাটির রাজস্থলীতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা ছাত্রদল সভাপতি নাইমুল ইসলাম রনি ও সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে প্রাথমিক সদস্য পদসহ স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তর) আজিজুর রহমান রুবেল জানান, শৃঙ্খলাভঙ্গের কারণেই কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।