রাজস্থলী

কর্ণফুলীতে স্রোত বাড়ায় চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

অপেক্ষায় যাত্রী ও পর্যটক, চরম দুর্ভোগ

রাজস্থলী, রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই লেক থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট (স্পিলওয়ে গেট) খুলে ৩ ফুট করে পানি ছাড়ার কারণে কর্ণফুলী নদীতে সৃষ্টি হয়েছে প্রবল স্রোত।

ফলে চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এতে করে নদীর দুই পাড়ে আটকে পড়েছেন সাধারণ যাত্রী, যানবাহন ও পর্যটকরা। সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা বৃহস্পতিবার সকাল ১০টায় বলেন,“স্পিলওয়ের সব গেইট দিয়ে পানি ছাড়ার ফলে নদীতে প্রবল স্রোত দেখা দিয়েছে। নিরাপত্তার কারণে ফেরি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।”

সকাল সাড়ে ৯টায় চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, নদীর দুই পাশে আটকে আছে যাত্রীবাহী গাড়ি, মোটরসাইকেল ও পণ্যবাহী ট্রাক।

চালক সাজু, সিএনজি চালক খোরশেদ আলম ও তরিকুল ইসলাম, মোটরসাইকেল আরোহী মো. আজাদ ও জাকারিয়া ইসলাম আখন্দ এবং ট্রাক চালক আব্দুর রহমান জানান “সকাল ৬টা থেকে ফেরি বন্ধ। আমরা ওপারে যাবার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে আছি।”

বগুড়া থেকে বান্দরবানে ঘুরতে আসা পর্যটক তানসেন ও খোকন আলী বলেন—“এক হাইচ গাড়িতে বগুড়া থেকে এসেছি। এখন ফেরি বন্ধ থাকায় মাঝপথে আটকে আছি। পুরো সফরটাই অনিশ্চিত হয়ে গেছে।”

ফেরির দায়িত্বপ্রাপ্তদের মত ফেরির ইনচার্জ মো. আরমান ও চালক মো. আমিন বলেন, “পানির প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চালানো সম্ভব না। স্রোত কমে গেলে এবং জোয়ার আসলে ফেরি চালু করার চেষ্টা করবো।”

সড়ক ও জনপথ বিভাগের মেকানিক ও ফেরির দায়িত্বপ্রাপ্ত অরুণ বড়ুয়া বলেন “স্রোত অত্যন্ত তীব্র। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি বন্ধ থাকবে।”

Related Articles

Back to top button