রাজস্থলীরাঙামাটি

রাজস্থলীতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

রাঙামাটির রাজস্থলীতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। ছবি: পাহাড় টুডে

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

সোমবার (৪ আগস্ট) সকালে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এদিন তিনি নির্মাণাধীন বিভিন্ন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন ও কিছু প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে– বিমাছড়া, কুইক্যাছড়ি ও বালু মুড়া এলাকায় যাত্রীদের জন্য যাত্রী ছাউনি, উপজেলা সদরে জেলা পরিষদের বিশ্রামাগার এবং ছাইংখং পাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় নিরাপদ পানি সরবরাহের জন্য সোলার প্যানেল স্থাপন প্রকল্প।

উদ্বোধনের পূর্বে চেয়ারম্যান কাজল তালুকদার শফিপুর জুনিয়র মাদ্রাসা ও গাইন্দ্যা অনাথ আশ্রমের শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় তিনি বলেন, “বর্তমান সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। রাস্তাঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করছে। রাজস্থলীতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি সকলকে সম্প্রীতির বন্ধন অটুট রেখে উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান।

পরে চেয়ারম্যান কাজল তালুকদার সম্প্রতি ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উক্যছাইং মারমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান। তিনি নিহত শিক্ষার্থীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. সোলেমান, বিএনপি নেতা চাথোয়াই মারমা, শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা প্রমুখ।

Related Articles

Back to top button