রাজস্থলীপ্রধান খবররাঙামাটি

রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের পতাকা বহনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রাঙামাটির রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা যুবদলের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
:
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি শামীম আহমেদ রুবেল,সঞ্চালনা করেন সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা।
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুন্নবী।

রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। তরুণদের এখন ঐক্যবদ্ধ থাকার সময়।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বাবলু।
এছাড়াও উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গণতন্ত্র রক্ষা ও তরুণ প্রজন্মকে সংগঠিত করার অঙ্গীকার নিয়েই রাজস্থলীতে সম্পন্ন হলো যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন।

Related Articles

Back to top button