রাজস্থলীরাঙামাটিহাইলাইটস

সভাপতি মোঃ আজগর আলী খান, সাধারণ সম্পাদক মোঃ সুমন খান নির্বাচিত

উৎসবমুখর পরিবেশে রাজস্থলী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫।

শনিবার (২৫ অক্টোবর) সকালে গোপন ভোটের মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে মোঃ আজগর আলী খান ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইয়ুব চৌধুরী পান ৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোঃ সুমন খান ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হাবিবুল্লাহ মিসবা পান ১ ভোট।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—সহ-সভাপতি: চাথোয়াইমং মারমা, সহ-সাধারণ সম্পাদক: উচাপ্রু মারমা, কোষাধ্যক্ষ: নুশরাত জাহান নিশু, সাংগঠনিক সম্পাদক: মিন্টু কান্তি নাথ।

নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে গত ১৬ অক্টোবর থেকে মনোনয়নপত্র বিতরণ ও যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হারাধন কর্মকার এবং সদস্য সচিব কাইয়ুম হোসেন মিরাজ জানান, “দীর্ঘদিন পর প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করেছে। সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন উপহার দিতে পেরে আমরা আনন্দিত।”

সভাপতি নির্বাচিত মোঃ আজগর আলী খান বলেন, “এই বিজয় রাজস্থলীর সাংবাদিক সমাজের ঐক্যের প্রতীক। আমি সবার সহযোগিতায় প্রেসক্লাবকে আরও সক্রিয় ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলব।”

সাধারণ সম্পাদক নির্বাচিত মোঃ সুমন খান বলেন,“নতুন কমিটি রাজস্থলীর সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতায় কাজ করবে।”

উপজেলা জুড়ে প্রেসক্লাব নির্বাচনের এই উৎসবকে ঘিরে সাংবাদিকদের মধ্যে ছিল আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ।

Related Articles

Back to top button