রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি ২০ শতাংশ বাড়িভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে রাঙামাটির রাজস্থলী উপজেলায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা টানা কর্মবিরতি পালন করছেন।
সোমবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি বুধবার পর্যন্ত চলতে থাকে। এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতিতে অংশ নেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ন্যায্য ভাতা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের বিভিন্ন আশ্বাস সত্ত্বেও দাবি বাস্তবায়িত না হওয়ায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কনক সাহা বলেন, “আমরা বছরের পর বছর ধরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলছি, কিন্তু আমাদের প্রাপ্য ভাতা ও সুবিধাগুলো আজও বাস্তবায়িত হয়নি। বাড়িভাতা, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা— এগুলো কোনো বিলাসিতা নয়, বরং মৌলিক অধিকার। আমরা চাই সরকার অবিলম্বে এই দাবিগুলো বাস্তবায়ন করে শিক্ষকদের মর্যাদা ও প্রাপ্য অধিকার ফিরিয়ে দিক।”
বক্তারা আরও বলেন, রাজধানীতে শান্তিপূর্ণ শিক্ষক সমাবেশে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। শিক্ষক সমাজের ওপর আঘাত মানে শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত— আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
এ সময় রাজস্থলী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, “আমাদের এই আন্দোলন কোনো দলীয় নয়, এটি পেশাগত ন্যায়বিচারের আন্দোলন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”
কর্মবিরতিতে অংশ নেন বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়, রাজস্থলী সরকারি উচ্চ বিদ্যালয়, আসামবস্তী উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।
শিক্ষক সমাজ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন—দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের এই বঞ্চনা দূর করে এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক।