রাজস্থলীতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সরকার ঘোষিত “খাদ্যবান্ধব কর্মসূচি”-এর আওতায় স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম চলছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল দশটায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ দরিদ্র ও নিম্নআয়ের মানুষকে ন্যায্যমূল্যে চাল সরবরাহ করা হচ্ছে।
বাঙ্গালহালিয়া ইউনিয়নে এই কার্যক্রমের ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ মাবুদ আলম রানা। তিনি নিয়মিতভাবে তালিকাভুক্ত কার্ডধারী পরিবারের মাঝে নির্ধারিত পরিমাণ খাদ্যশস্য বিতরণ করছেন।
প্রতিদিন সকাল থেকেই উপকারভোগী নারী-পুরুষরা নির্ধারিত কেন্দ্রে এসে স্বল্পমূল্যে চাল গ্রহণ করছেন। এতে করে এলাকার দরিদ্র জনগোষ্ঠী স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, সরকারের এই উদ্যোগ তাদের সংসারের ব্যয় সামলাতে সহায়ক ভূমিকা রাখছে।
ডিলার মোঃ মাবুদ আলম রানা বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে। কেউ যেন বঞ্চিত না হয়, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের তত্ত্বাবধানে পুরো কার্যক্রমটি নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে রাজস্থলীর দরিদ্র জনগণের মধ্যে খাদ্য নিরাপত্তা জোরদার হয়েছে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।
সরকারের এই “খাদ্যবান্ধব কর্মসূচি” শুধু দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে না, বরং গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।