রাজস্থলীতে প্রেস ক্লাবের পেশাদার সাংবাদিক নির্বাচন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার প্রেস ক্লাবের পেশাদার সাংবাদিকদের নির্বাচন এবং দেশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে রাজস্থলী প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আজগর আলী খান, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী।
সভায় আগামী ২৫ অক্টোবর (শনিবার) অনুষ্ঠেয় ক্লাবের নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একজন নির্বাচন কমিশনার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সংগঠনের নীতি-নির্ধারণী ফোরামে একাধিক প্রস্তাব অনুমোদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা হারাধন কর্মকার, সিনিয়র সহসভাপতি চাইথোয়াইমং মারমা, কোষাধ্যক্ষ নুশরাত জাহান নিশু, যুগ্ম সম্পাদক হাবীবুল্ল্যাহ মিজবা, সাংগঠনিক সম্পাদক সুমন খান, নির্বাহী সদস্য উচাপ্রু মারমা ও মিন্টু কান্তি নাথসহ অন্যান্য সদস্যরা।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী নির্বাচনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, এবং সদস্যরা নিরপেক্ষভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
সভাপতি আজগর আলী খান বলেন, “আগামী নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং প্রেস ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হয়, সে ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা প্রতিরোধে পেশাদার সাংবাদিকদেরই দায়িত্ব নিতে হবে— এতে সমাজ ও গণমাধ্যম উভয়ই উপকৃত হবে।”