৪১ বিজিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন আটক
রাজস্থলী (রাঙামাটি) :রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) দেশীয় অস্ত্রবাহী একটি যাত্রীবাহী বাসসহ দুইজনকে আটক করেছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্প চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় এ অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মালেকের নেতৃত্বে বিজিবি সদস্যরা বান্দরবান থেকে রাঙামাটিগামী সম্রাট পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৬৩০) তল্লাশি চালান।
এসময় মালিকবিহীন অবস্থায় প্রায় ৫০০টি দেশীয় অস্ত্র (দা/চাপাতি) উদ্ধার করা হয়। পরে বাসের চালক মোঃ শুক্কুর আলী (পিতা: জয়নাল আবেদীন, রিজার্ভ বাজার, রাঙামাটি) এবং চালকের সহকারী মোঃ সাব্বির (পিতা: মোঃ ইউসুফ, একই এলাকা) কে আটক করা হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাস ও অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন— “অবৈধ অস্ত্র পরিবহনের ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। অস্ত্রের উৎস ও গন্তব্যস্থল সম্পর্কে তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।”