রাজস্থলীপ্রধান খবর

পাহাড়ের বুকে অসহায় বৃদ্ধ পরিবারের স্বপ্ন পূরণ করল সেনাবাহিনী

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি :পাহাড়ের বুকে দীর্ঘদিন ভাঙা ঝুপড়ি ঘরে বসবাস করা অসহায় বৃদ্ধ ফুলেশ্বর চাকমার জীবনে এসেছে নতুন আলো। স্থানীয়দের উদ্যোগ ও বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহযোগিতায় আজ তার মাথার উপর দাঁড়িয়েছে একটি নতুন ঘর।

স্থানীয়দের আবেদনের ভিত্তিতে ফুলেশ্বর চাকমার অসহায় জীবনের খবর পৌঁছায় সেনাবাহিনীর জোন কমান্ডারের কাছে। সরেজমিনে পরিদর্শনের পর সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে ঘর নির্মাণের কাজ শুরু হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়নের উদ্যোগে নবনির্মিত ঘরের উদ্বোধন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার। এ সময় অন্যান্য সেনা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

লে. কর্নেল সাদিক শাহরিয়ার বলেন—“আমরা এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে জানতে পারি এই অসহায় পরিবারের দুর্দশার কথা। এরপর সেনাবাহিনীর প্রধানের নির্দেশনায় দ্রুত পদক্ষেপ নেই। আজ ফুলেশ্বর চাকমা ও তার পরিবারের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।”

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত ফুলেশ্বর চাকমা জানান—“আগে ভাঙা ঘরে থাকতাম, এখন বাংলাদেশ সেনাবাহিনী ঘর দিয়েছে। এখন সুখে-শান্তিতে থাকতে পারবো। আমার খুব ভালো লাগছে।”

স্থানীয় বাসিন্দারাও সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এটি শুধু একটি ঘর নয়, বরং একটি অসহায় পরিবারের স্বপ্ন পূরণের গল্প।”

রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে বারবার বলা হয়েছে—“এই অঞ্চলের কেউ গৃহহীন থাকবে না, কেউ অনাহারে থাকবে না।” আজকের এই কার্যক্রম সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ।

অসহায় বৃদ্ধ ফুলেশ্বর চাকমা ও তার পরিবারের মুখে এখন হাসি। মাথার উপর নিরাপদ আশ্রয়ের ছায়া এনে সেনাবাহিনী শুধু একটি পরিবারের ভাগ্যই বদলায়নি, বরং পাহাড়ের সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Related Articles

Back to top button