রাজস্থলীপ্রধান খবর

বাঙ্গালহালিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকটে ভোগান্তি

উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের সফিপুর এলাকায় অবস্থিত একমাত্র পুরনো স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ঔষধ সংকট ও জনবল ঘাটতি। ফলে প্রতিদিন চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন।

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এ স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে স্থানীয়দের প্রাথমিক চিকিৎসার প্রধান ভরসাস্থল হলেও বর্তমানে প্রয়োজনীয় ঔষধের অভাব, চিকিৎসক-জনবলের অনিয়মিত উপস্থিতি এবং ভবনের জরাজীর্ণ অবস্থার কারণে হতাশা প্রকাশ করছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের একতলা ভবন ও কর্মচারীদের কোয়ার্টারগুলো ভগ্নদশায় দাঁড়িয়ে আছে। রোগীদের জন্য নির্মিত টয়লেট অকেজো হয়ে গেছে। শিশু ও গর্ভবতী নারীদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা উপকরণও নষ্ট হয়ে পড়ে আছে।

চিকিৎসা নিতে আসা মো. ফিরোজ আহমদ অভিযোগ করে বলেন, “ঠিকমতো ডাক্তাররা অফিসে থাকেন না। নিয়মিত ওষুধও পাওয়া যায় না।”
নাম প্রকাশ না করা এক বৃদ্ধা রোগী জানান, সামান্য কিছু প্রাথমিক ওষুধ পাওয়া গেলেও প্রয়োজনীয় ঔষধ মেলে না।

অভিভাবকদের অভিযোগ, শিশুদের অসুস্থতায় স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও বাইরে থেকে ওষুধ কিনতে হয়। প্রতিদিন বাজারে ওষুধের দাম বাড়ায় তাদের জন্য তা বাড়তি বোঝা হয়ে দাঁড়াচ্ছে।

উপসহকারী পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার মো. আজিজুল ইসলাম সিরাজী জানান, বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা মাত্র ছয়জন। তাদের মধ্যে একজন অবসরে গেছেন, বাকিদের উপস্থিতিও অনিয়মিত। জনবল সংকটের কারণে সেবা ব্যাহত হচ্ছে।

এদিকে সচেতন মহল জানিয়েছে, প্রায় ৫০ বছর আগে নির্মিত এ ভবন ও কর্মচারী কোয়ার্টারগুলো এখন ঝুঁকিপূর্ণ। ভেতরে ফাটল, ভাঙা দরজা-জানালা ও নষ্ট ছাদ রোগী ও কর্মচারীদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা বলেন, দ্রুত নতুন ভবন নির্মাণ, পর্যাপ্ত ডাক্তার নিয়োগ ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ নিশ্চিত করা হলে জনগণ উন্নত স্বাস্থ্যসেবা পাবে। অন্যথায় এ অঞ্চলের মানুষ আরও বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়বে।

Related Articles

Back to top button