রাজস্থলীপাহাড়ের রাজনীতি

রাজস্থলীতে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: “আমরা যদি থাকি সৎ—দেশ সংস্কার সম্ভব, গৌরব সংগ্রাম ও ঐতিহ্যের ৪৭ বছর” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় সঙ্গীত পরিবেশন ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদার এবং সঞ্চালনা করেন শিল্পী তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মোছাম্মৎ নুরজাহান বেগম এবং সাধারণ সম্পাদক মোছাম্মৎ ছালেহা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞো মারমা, সাংগঠনিক সম্পাদক মো. বাবলু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাম্মদ ফরিদা বেগম। এছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি মহিলা দল শুধু রাজনৈতিক সংগঠন নয়, বরং নারীর অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ১৯৭৮ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই মহিলা দলের নেত্রীবৃন্দ দেশের বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

প্রধান অতিথি নুরজাহান বেগম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শুধু একটি সংগঠন নয়, এটি নারী জাগরণের প্রতীক। দেশের সংকটময় মুহূর্তে মহিলা দল গণতান্ত্রিক আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে।”

সভাপতি প্রেমা তালুকদার বলেন, “আজকের দিনে আমাদের শপথ নিতে হবে—যে কোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাব।”

বক্তারা আরও বলেন, সৎ নেতৃত্ব ও ত্যাগী কর্মীরাই দেশকে সংস্কারের পথে এগিয়ে নিতে পারে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Related Articles

Back to top button