রাজস্থলীপ্রধান খবর

কাপ্তাই নদীতে ফেরী চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী

উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি : কাপ্তাই বাঁধ থেকে হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ায় প্রবল স্রোত তৈরি হয়েছে কাপ্তাই নদীতে। এর সঙ্গে জোয়ারের প্রভাবে পানি বৃদ্ধি পেয়ে ফেরী চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। ফলে নদীর দুই পাড়ে আটকা পড়েছেন হাজারো যাত্রী ও অসংখ্য যানবাহন।

সকাল থেকে ফেরীঘাটে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছে ট্রাক, যাত্রীবাহী বাস ও বিভিন্ন ধরনের যানবাহন। জরুরি প্রয়োজনে অনেকেই সাম্পান ব্যবহার করে নদী পার হওয়ার চেষ্টা করছেন। তবে প্রবল স্রোতের কারণে ঝুঁকি বেড়ে গেছে, আর এ সুযোগে সাম্পান চালকরা নিচ্ছেন দ্বিগুণ ভাড়া। এতে সাধারণ যাত্রীদের বাড়তি খরচ বহন করতে হচ্ছে।

যাত্রীরা জানান, বর্ষা ও জোয়ার-ভাটার মৌসুমে প্রায়ই ফেরী চলাচল ব্যাহত হয়। এতে শিক্ষার্থী, চাকরিজীবী ও অসুস্থ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারে না, কর্মজীবীরা অফিসে দেরি করে পৌঁছান এবং রোগীদের চিকিৎসা বিলম্বিত হয়।

অন্যদিকে ট্রাক ও পণ্যবাহী যানবাহন নদীর দুই পাড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকায় পণ্য পরিবহনেও জটিলতা তৈরি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ফেরীঘাট নির্ভর এ অঞ্চলে এমন পরিস্থিতি তৈরি হলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ক্ষতি হয়।

দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা স্থানীয়রা ফেরী নির্ভরতা থেকে মুক্তির দাবি জানিয়ে বলেন, একমাত্র স্থায়ী সমাধান হচ্ছে ব্রীজ নির্মাণ। বহুদিন ধরে এ দাবি জানানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।

Related Articles

Back to top button