রাজস্থলী

রাজস্থলীতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রম

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবা বিষয়ক জনসচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাজস্থলী থানা চত্বরে এ কর্মসূচি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুল আমিন।

প্রধান অতিথি বলেন, নারী ও শিশু নির্যাতন সমাজের শান্তি ও উন্নয়নের জন্য বড় হুমকি। পুলিশ কেবল আইন প্রয়োগকারী সংস্থা নয়, জনগণের সেবক হিসেবেও কাজ করছে। ভিকটিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে ভুক্তভোগীরা বিনা ভয়ে ন্যায়বিচার পেতে পারবেন।

কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারি ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা বলেন, পাহাড়ি এলাকায় নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতার বিকল্প নেই।

অনুষ্ঠানে জানানো হয়, ভিকটিম সাপোর্ট সেন্টারে নির্যাতিত নারী-শিশুদের জন্য চিকিৎসা, আইনি পরামর্শ, কাউন্সেলিং ও পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে।

দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Back to top button