কাপ্তাইপ্রধান খবর

টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি ১০৮ ফুট, বাঁধ খুলে দিল কর্তৃপক্ষ

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছেছে। ফলে প্লাবন এড়াতে হ্রদের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে পানি ছেড়ে দেওয়া হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, টানা বৃষ্টির কারণে উজান থেকে প্রচুর পানি হ্রদে প্রবাহিত হচ্ছে। সোমবার বিকেল পর্যন্ত হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮ ফুট এমএসএল, যা বিপদসীমার কাছাকাছি। ফলে বাঁধের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি হ্রদ থেকে বের হচ্ছে।

এই পানি কর্ণফুলী নদী হয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলছে। তবে পানি ছাড়ার কারণে নিচু এলাকায় বসবাসকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে আরও জানা গেছে, বাঁধের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। বর্তমানে পাঁচটি ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যা স্বাভাবিক।

এ বিষয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, “পানি নিয়ন্ত্রিতভাবে ছাড়া হচ্ছে। জনগণকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”

Related Articles

Back to top button