কাপ্তাইপ্রধান খবর

ভারী বর্ষণে কাপ্তাই হ্রদে বিপৎসীমার বাইরে পানি, বাঁধের ১৬ জলকপাট খোলা

নিজস্ব প্রতিবেদক : ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার বাইরে চলে গেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কয়েক দিন ধরে হ্রদ সংলগ্ন পাহাড়ি এলাকায় টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে পানি বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ৮টায় হ্রদে পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ৮৬ ফুট মিনস সি লেভেল (এমএসএল), যেখানে ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

এর আগে চলতি মৌসুমে একাধিক দফায় হ্রদের পানি বিপৎসীমার ওপর চলে গেলে বাঁধের স্পিলওয়ে খুলে দেওয়া হয়েছিল। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর ৯ দিন খোলা থাকার পর বাঁধের ১৬ জলকপাট পুরোপুরি বন্ধ করা হয়। তবে ৯ দিন পর আবারও পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার পুনরায় গেট খোলা হলো।

প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, “স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার পরিমাণ আরও বাড়ানো হবে কিনা, তা হ্রদের পানির উচ্চতার ওপর নির্ভর করছে।”

Related Articles

Back to top button