দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে কাপ্তাইয়ে সভা
কাপ্তাই প্রতিনিধি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধি, ফায়ার সার্ভিস, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। উপজেলা
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় কাপ্তাই জোনের ৩৮ বীরের উপ-অধিনায়ক মেজর নাজমুল কাদির শুভ, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) রুদ্র, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র লাল হালদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






