কাপ্তাইতে চুরির ঘটনায় দুই যুবক গ্রেফতার
রাঙামাটির কাপ্তাইয়ে সুইডিশ মার্কেটের একটি দোকানে চুরির ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ৪নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আজাদ স্টোরে এ চুরির ঘটনা ঘটে। এর আগের রাতেই দোকানের পেছনের দেয়াল ভেঙে দামি সিগারেট ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
আটককৃতরা হলেন— লগগেইট পাড়ার শাহাজাহানের ছেলে সাগর (২২) এবং লগগেইট নতুন বাজারের মো. মনির আকাশ (২৪)।
দোকান মালিক আবুল কালাম আজাদ জানান, “সকালে দোকান খুলে এসে দেখি সব এলোমেলো, দামি সিগারেটসহ নগদ টাকা নেই। পরে বিষয়টি কাপ্তাই থানায় জানাই। বিকালে এলাকাবাসীর সহায়তায় চুরি করা মালামালসহ দুইজনকে আটক করা হয়।”
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরির কথা স্বীকার করেছে। এদের বিরুদ্ধে কাপ্তাই থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ও আবু ইউসুফ বলেন, “৪নং ইউনিয়নে চুরির ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে। দোকান, বাসা-বাড়ি, কলকারখানা কোন কিছুই এখন নিরাপদ নয়।”
কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল হক জানান, “এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। গ্যাসের চুলা, বিদ্যুৎ তার, মোটর, সিএনজি ব্যাটারি থেকে শুরু করে বাসাবাড়িতেও একাধিক চুরি হচ্ছে। মানুষ এসব চোরের আতঙ্কে দিন কাটাচ্ছে।” তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে রাতে টহল জোরদারের আহ্বান জানান।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ দোস্ত মোহাম্মদ বলেন, “আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।”






