রাঙামাটিশিক্ষা

ডাকসু নির্বাচনে ‘ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক’ পদে প্রার্থী রাজস্থলীর রুপাইয়া শ্রেষ্ঠা

উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙ্গামাটি): আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক’ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজস্থলীর কন্যা রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা। পাহাড় ও সমতলের বৈচিত্র্যময় অভিজ্ঞতা থেকে উঠে আসা এই তরুণী শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন।

গত ১৯ আগস্ট নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে প্রথমবার ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন রুপাইয়া শ্রেষ্ঠা। সেখানে তিনি লেখেন— “বৈচিত্র্যের শক্তি, পরিবর্তনের অঙ্গীকার। অনেক দ্বিধা–দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে নিজেকে ডাকসু নির্বাচনের একজন প্রার্থী হিসেবে ঘোষণা করলাম।”

এরপর ২০ আগস্ট বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে জানান যে তিনি ‘ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক’ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই পোস্টে তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিখেন—

“পড়াশোনা শেষে অনেক শিক্ষার্থী ক্যারিয়ার গড়তে গিয়ে হতাশায় পড়েন। সরকারি চাকরির পেছনে ছুটতে গিয়ে কেউ প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন, আবার অনেকে যুগোপযোগী দক্ষতার অভাবে বেসরকারি খাতে সুযোগ হারান। যথেষ্ট মেধা থাকা সত্ত্বেও অনেকে জানেন না বিদেশে উচ্চশিক্ষার পথ কীভাবে তৈরি করতে হয়। আমি চাই এসব সংকট থেকে শিক্ষার্থীদের উত্তরণের ব্যবস্থা করতে।”

রুপাইয়া শ্রেষ্ঠা জানান, পড়াশোনার সময়েই শিক্ষার্থীরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন, সে উদ্যোগ নেওয়া তার লক্ষ্য। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার প্রক্রিয়া সহজ করা, বিসিএসসহ সরকারি চাকরির প্রস্তুতি আরও কার্যকর করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিয়ার সঙ্গে দেশের ইন্ডাস্ট্রির একটি স্থায়ী সেতুবন্ধন তৈরি করাই তার প্রতিশ্রুতি।

নিজেকে “পাহাড় ও সমতলের মিষ্টি মেলবন্ধনে বেড়ে ওঠা” বলে পরিচয় দিয়ে তিনি আরও বলেন—
“সবার অধিকার রক্ষায় এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়েই আমি প্রার্থী হয়েছি। শিক্ষার্থীদের ভোট, দোয়া ও সমর্থনই আমাকে এগিয়ে নেবে।”

Related Articles

Back to top button