রাঙামাটিপ্রধান খবররাজস্থলী

রাজস্থলীতে ৬৩তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৬৩তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব–২০২৫।

দায়ক-দায়িকার উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় মহোৎসবে অনুষ্ঠিত হয় বৌদ্ধ ভিক্ষু ভান্তেদের প্রতি কঠিন চীবর দান, অন্নদান, বুদ্ধ পূজা, ধর্ম আলোচনা ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা। শনিবার সকালে শুরু হওয়া এ উৎসবে প্রায় ৩০০ থেকে ৪০০ জন ধর্মপ্রাণ পুণ্যার্থী অংশগ্রহণ করেন। সারাদিনব্যাপী ধর্মীয় গান, প্রার্থনা, ধর্মোপদেশ ও ভান্তেদের উপদেশে পুরো এলাকা ছিল পুণ্যময় ও শান্ত পরিবেশে ভরপুর।

ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, “প্রতিবছরের মতো এবারও স্থানীয় জনগণ ও প্রশাসনের সহযোগিতায় আমরা সফলভাবে এই দানোত্তম চীবর দান অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। ধর্মীয় চেতনা ও মৈত্রীর আলো যেন সকল মানুষের মনে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়, এটাই আমাদের কামনা।”

দিনশেষে পুণ্যার্থীদের মাঝে অন্নদান, ধর্মীয় উপদেশ ও প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হওয়া ৬৩তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব–২০২৫ রাজস্থলী উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

Related Articles

Back to top button