রাঙামাটিনানিয়াচর

রাঙামাটির নানিয়ারচরে নৌকা ডুবিতে দুই কলেজ ছাত্র নিখোঁজ

ছবি: পানিতে ডুবে

রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় নৌকাডুবিতে দুই কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে প্রবল বাতাসে কাপ্তাই লেকের শাখা চেঙ্গী নদীতে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাবেক্ষং ইউনিয়নের চেয়ারম্যান সুপম চাকমা জানান, গতকাল সন্ধ্যায় শনখোলাপাড়া থেকে ৬ জন কলেজ ছাত্র শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠান উপভোগ করতে নানিয়ারচর বাজারের জগন্নাথ মন্দিরে আসে। পূজা শেষে রাতে তারা নৌকাযোগে শনখোলাপাড়া ফেরার পথে মহাজনপাড়া এলাকায় তীব্র বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

এসময় ৪ জন ছাত্র সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও দুই জন এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজরা হলেন, ডেলিজেন চাকমা (১৮) ও জিগেশ দেওয়ান (১৮)।

নানিয়ারচর থানার ওসি নাজির আলম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন বাসসকে বলেন, লংগদুতে নৌকাডুবিতে নিখোঁজদের মরদেহ উদ্ধার শেষে ডুবুরি দল নানিয়ারচরে নিখোঁজদের উদ্ধারে রওনা হয়েছে।

Related Articles

Back to top button