রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীতে ডুবে ইশতিয়াক হোসেন সায়মন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মধ্যমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়মন ওই এলাকার শরিফ উদ্দিনের ছেলে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সকালে বাড়ির পাশের কাচালং নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সায়মন। পরে স্বজনরা নদী থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।





