জাতীয়প্রধান খবররাঙামাটি সদর

স্বাভাবিক এক্সিট নিয়ে এ দেশেই থাকতে চাই : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা সেইফ এক্সিট চাই না, স্বাভাবিক এক্সিট নিয়ে নির্বাচন পরবর্তী এ দেশেই থাকতে চাই।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙামাটি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের আয়োজনে সম্প্রীতি সমাবেশ শেষে এ কথা বলেন তিনি।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আগামী নির্বাচন যথাসময়ে হবে এবং সুষ্ঠুভাবেই হবে। নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে।

সম্প্রীতি সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজি শরীয়ত উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক হোসেন, রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ, জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন।

সভায় জেলা-উপজেলার মসজিদ, মন্দির, বিহারসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button