দেশে প্রতি চারজনে একজন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার: পরিকল্পনা কমিশন
বান্দরবান ও রাঙ্গামাটি জেলায়ও ৪০ শতাংশের বেশি মানুষ বহুমাত্রিক দরিদ্র

দেশের প্রায় ৩ কোটি ৯৭ লাখ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যতায় বাস করছে বলে পরিকল্পনা কমিশন জানিয়েছে।
২০১৯ সালের ‘মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে’ এর তথ্য নিয়ে করা ‘বহুমাত্রিক দারিদ্র্য সূচক’ (এমপিআই) প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)।
প্রতিবেদন বলা হয়েছে, দেশের প্রায় ৩ কোটি ৯৭ লাখ মানুষ, অর্থাৎ প্রতি চারজনে একজন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। শহরের মানুষের তুলনায় গ্রামীণ জনগোষ্ঠীর এই দারিদ্র্য প্রায় দ্বিগুণ। শহুরে ১৩ দশমিক ৪৮ শতাংশ ও গ্রামীণ ২৬ দশমিক ৯৬ শতাংশ মানুষ এই দারিদ্র্যের শিকার।
বিভাগওয়ারী সবচেয়ে বেশি বহুমাত্রিক দারিদ্র্য সিলেট বিভাগে (৩৭.৭০%)। বান্দরবান, কক্সবাজার, সুনামগঞ্জ, রাঙ্গামাটি ও ভোলা- এই পাঁচটি জেলায় ৪০ শতাংশের বেশি মানুষ বহুমাত্রিক দরিদ্র। শিশুদের ২৮ দশমিক ৭০ শতাংশ ও প্রাপ্তবয়স্ক ২১ দশমিক ৪৪ মানুষ বহুমাত্রিক দরিদ্র।
বৃহস্পতিবার ‘বাংলাদেশের জন্য জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক’ (এমপিআই) শীর্ষক সেমিনারে জরিপের তথ্য তুলে ধরার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিকল্পনা কমিশন।
‘বহুমাত্রিক দারিদ্র্য সূচক’ দারিদ্র্য নিরূপণের একটি পদ্ধতি, যেখানে কেবল মানুষের আয় বিবেচনায় নয়, এর বাইরে তার স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার মানসহ বিভিন্ন বঞ্চনার ওপর ভিত্তি করে তার দারিদ্রের অবস্থা বিশ্লেষণ করা হয়ে থাকে।
অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং জীবনমানসহ বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে তৈরি এমপিআই দারিদ্র্য নিরসনে কার্যকর উন্নয়ন কর্মসূচি ও সেবা নকশায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে। এটি দারিদ্র্য দূরীকরণের জন্য সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চল ও জনগোষ্ঠী চিহ্নিত করতে সহায়তা করবে এবং এসডিজি অর্জনে দারিদ্র্য নিরসনের কৌশল নির্ধারণে দিকনির্দেশক হবে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জিইডির সদস্য (সচিব) মনজুর হোসেন। আলোচক ছিলেন বেসরকারি গবেষণা সংস্থা ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের’ (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান এবং গবেষণা সংস্থা বিআইডিএসের মহাপরিচালক এ. কে. এনামুল হক। সূত্র: বিডিনিউজ২৪






