খাগড়াছড়ি সদরপ্রধান খবর

খাগড়াছড়িতে জশনে জুলুস অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি :পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আজিমুশশান জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জশনে জুলুসের উদ্বোধন করেন।

বর্ণাঢ্য র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা ব্যানার, ফেস্টুন ও শ্লোগান নিয়ে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত খাগড়াছড়ি আহ্বায়ক কমিটির সভাপতি আবু তাহের আনসারী, সেক্রেটারি মো. সাজ্জাদ মাহমুদ, খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সালাউদ্দিন আল কাদেরী এবং আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুন নবী হক্কানীসহ শত শত মুসল্লি।

মাহে রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত এ জশনে জুলুসকে কেন্দ্র করে খাগড়াছড়ি শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Related Articles

Back to top button