খাগড়াছড়ি সদরখেলা
খাগড়াছড়িতে কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ
“আজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন”—এই শ্লোগানে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে পেরাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে ম্যাচের উদ্বোধন করেন।
ওয়াই-মুভস প্রকল্পের উদ্যোগে ও জাবারাং কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রীতি ম্যাচের পাশাপাশি কিশোরী স্বাস্থ্য, শিক্ষা, নেতৃত্ব বিকাশ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা হয়। এতে কারিগরি সহায়তা দেয় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং অর্থায়ন করে সুইডেন।
বক্তারা বলেন, খেলাধুলা কিশোরীদের শারীরিক সুস্থতার পাশাপাশি আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে সহায়তা করে। তারা বাল্যবিবাহের কুফল সম্পর্কে সমাজকে সচেতন করার ওপরও গুরুত্বারোপ করেন।