খাগড়াছড়ি সদরপ্রধান খবর

সম্পদের লোভেই নাতির হাতে প্রাণ গেলো দাদী-ফুফুর

খাগড়াছড়িতে মা- মেয়েকে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে গত সপ্তাহে মা ও মেয়েকে গলা কেটে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। সম্পদের লোভে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটিয়েছে নাতি সাইফুল ইসলাম (৩৫)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আরেফিন জানান, ঘটনার দিন টাকা চেয়ে না পাওয়ায় সাইফুল ক্ষিপ্ত হয়। পরে রাত গভীর হলে সে পরিকল্পিতভাবে বাঁশ কাটার দা দিয়ে প্রথমে ফুফু রাহেনা আক্তারকে এবং পরে দাদীকে হত্যা করে।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম উত্তর কুহুমা দারোগাছড়া খালের মাথা ছাগলনাইয়া এলাকার বাসিন্দা শাহাবুদ্দিনের ছেলে।

প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসেন, রামগড় থানার ওসি মঈনউদ্দীন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগান টিলায় মা ও মেয়েকে জবাই করে হত্যা করা হয়।

Related Articles

Back to top button