খাগড়াছড়ি সদরপ্রধান খবর

খাগড়াছড়িতে পোস্টার লাগাতে গিয়ে পিটুনির শিকার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী

খাগড়াছড়ি শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগাতে গিয়ে স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার কর্মী। গুরুতর আহত হৃদয় ত্রিপুরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শহরের সিঙ্গিনালা এলাকায় ২০–৩০ জন ছাত্রলীগ নেতা–কর্মী পোস্টার লাগাতে গেলে স্থানীয়দের সঙ্গে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের কয়েকজন স্থানীয় এক ব্যক্তির ওপর হামলা চালান। পরে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে চারজন আহত হন।

খবর পেয়ে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার খাদেমুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি জানান, আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। হৃদয় ত্রিপুরার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Related Articles

Back to top button