খাগড়াছড়ি সদরপ্রধান খবর

খাগড়াছড়িতে ইউপিডিএফের দুই পক্ষের সংঘর্ষ

প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর দুই বিভক্ত অংশ—প্রসিত গ্রুপ ও গণতান্ত্রিক গ্রুপ—এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে উভয় পক্ষ চেঙ্গী স্কয়ারে অবস্থান নেয়। একপর্যায়ে দুই দলের মধ্যে ইটপাটকেল ও গুলতি ছোড়াছুড়ি শুরু হয়। মুহূর্তেই শহরের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে, আশপাশের দোকানপাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এক দোকান কর্মী জানান, “সদর উপজেলা মাঠ থেকে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) মিছিল নিয়ে কলেজ গেইট এলাকায় পৌঁছালে হঠাৎ গুলির শব্দ শুনি।” তবে তিনি নিশ্চিত করতে পারেননি কেউ গুলিতে আহত হয়েছেন কিনা।

ঘটনাস্থলের কাছাকাছি একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা গেছে দুই যুবককে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) জানিয়েছে, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন দিবস’ উপলক্ষে তারা চেঙ্গী স্কয়ারে বিক্ষোভ করছিল। মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছালে প্রতিপক্ষ হামলা চালায়। এতে অনাদি চাকমা নামে তাদের এক নারী কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।

জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, “সরকারি বাহিনীর মদদপুষ্ট প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। এমনকি তারা গুলিও ছুড়েছে।”

অন্যদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা জানান, “৫ আগস্ট উপলক্ষে পাহাড়ি ছাত্র পরিষদ একটি আনন্দ মিছিল বের করলে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ায়।” তবে তিনি গুলির অভিযোগ অস্বীকার করে বলেন, “কেউ পড়ে গিয়ে আহত হতে পারে, কিন্তু গুলি ছোড়ার ঘটনা আমাদের জানা নেই।”

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, “ইউপিডিএফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এখনো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Related Articles

Back to top button