খাগড়াছড়ি সদর
খাগড়াছড়িতে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত
“জুলাই পুনর্জাগরণ” অনুষ্ঠানমালার অংশ হিসেবে খাগড়াছড়িতে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখার ইসলাম খন্দকার।
সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র খাঁ। এসময় রেমিট্যান্স যোদ্ধাদের পাশাপাশি সুশীল সমাজের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসী শ্রমিকদের অবদান অপরিসীম। রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানাতে রাষ্ট্রীয়ভাবে এ দিবস পালনের উদ্যোগ সময়োপযোগী।