খাগড়াছড়ি সদর
খাগড়াছড়িতে ৫০ অসচ্ছল নারী পেলেন হাঁস, মুরগি ও ছাগল

“অর্থনৈতিক মুক্তি ছাড়া নারীর প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়”—এই বিশ্বাস থেকেই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ উদ্যোগ নিয়েছে দরিদ্র নারীদের জন্য জীবন-জীবিকার পথ উন্মুক্ত করতে।
শনিবার (২রা আগস্ট) বিকেলে সদর উপজেলার শব্দমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ আয়োজনে ৫০ জন অসচ্ছল ও দরিদ্র নারীর হাতে তুলে দেওয়া হয় ছাগল, হাঁস ও মুরগি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
তিনি বলেন “আজ আমরা শুধু প্রাণী বিতরণ করছি না, নারীদের হাতে তুলে দিচ্ছি স্বাবলম্বী হওয়ার চাবিকাঠি। নারীর ক্ষমতায়ন মানে পরিবার ও সমাজের ইতিবাচক পরিবর্তন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, বিদ্যালয়-মাদ্রাসা কর্তৃপক্ষ, ক্লাব প্রতিনিধি ও উপকারভোগী নারীরা।