খাগড়াছড়ি সদরপর্যটন

খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন 

খাগড়াছড়ি প্রতিনিধি:
“পর্যটন এবং টেকসই রূপান্তর” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করেছে জাবারাং কল্যাণ সমিতি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদরস্থ হোটেল গাইরিং হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা।

সভায় বক্তারা বলেন,“পর্যটনে সবুজ প্রযুক্তির প্রসার, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের অংশগ্রহণ টেকসই পর্যটনের জন্য অত্যন্ত জরুরি।”
তাঁরা আরও উল্লেখ করেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পর্যটন খাতে পরিবেশবান্ধব উদ্যোগ ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

বক্তারা বলেন,“খাগড়াছড়ি একটি সম্ভাবনাময় পর্যটন জেলা। এখানে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্য পর্যটকদের কাছে অনন্য আকর্ষণ সৃষ্টি করেছে। এই খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়, পরিকল্পিত পদক্ষেপ ও স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন।”

উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), বাংলাদেশ সরকার এবং কানাডার সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নারী উদ্যোক্তা, ব্যবসায়ী ও উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পর্যটন মোটেলের ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার, ট্যুরিস্ট পুলিশের সাব-ইন্সপেক্টর নিশাত রায়সহ পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য সদস্য ও উদ্যোক্তারা।

Related Articles

Back to top button