খাগড়াছড়ি সদরপ্রধান খবরশিক্ষা

ঢাকা কলেজে সন্ত্রাসী হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে শিক্ষকদের ক্লাস বর্জন

ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা এবং শিক্ষক লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সারা দেশে।

সেই ধারাবাহিকতায় বিসিএস সাধারণ শিক্ষা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতেও মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন।

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ ও খাগড়াছড়ি সরকারি কলেজে শিক্ষকরা সকালেই কলেজ প্রাঙ্গণে একত্রিত হয়ে নীরব অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁদের হাতে ছিল কালো পতাকা ও প্রতিবাদী প্ল্যাকার্ড, যাতে লেখা ছিল— “শিক্ষকের মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ”, “সন্ত্রাসী হামলার বিচার চাই”, “শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা চাই”।

বক্তারা বলেন, “দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা একটি জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনা। এটি শুধু একজন শিক্ষক বা শিক্ষার্থীর ওপর নয়, বরং পুরো দেশের শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত।”

তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুস সালাম, রসায়ন বিভাগের প্রভাষক আবু ছৈয়দ মোহাম্মদ মুজিব, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মঈন উদ্দিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন,“শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের উপর এমন অমানবিক হামলা কোনো সভ্য সমাজে কাম্য নয়। শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

এদিকে, খাগড়াছড়ি সরকারি কলেজেও একই দাবিতে সকাল থেকে শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন করেন। কলেজে শিক্ষার্থীরা উপস্থিত হলেও শিক্ষকরা শ্রেণি কার্যক্রম স্থগিত রাখেন, ফলে শিক্ষার্থীরা নিরুপায় হয়ে বাড়ি ফিরে যায়।

Related Articles

Back to top button