খাগড়াছড়ি সদরশিক্ষা

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে মহালছড়িতে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

শিক্ষার আলো পাহাড়ের প্রতিটি ঘরে পৌঁছে দিতে এবং তরুণ প্রজন্মকে জ্ঞান ও খেলাধুলায় আরও উৎসাহিত করতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে মহালছড়িতে শিক্ষার্থী ও এতিমখানার শিশুদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলার মহালছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, স্কেল, পেন্সিল ও বক্স তুলে দেওয়া হয়। পাশাপাশি ক্রীড়া সামগ্রী হিসেবে ক্রিকেট বল, ফুটবল, ব্যাট ও হোয়াইট বোর্ড প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের শিক্ষা ও বিনোদনের পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।

টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন,

“খাগড়াছড়ির দুর্গম পাহাড়ের প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের এই কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে আলোকিত প্রজন্ম।”

এছাড়া, মহালছড়ি নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং নতুনপাড়া ইমাম হোসাইন (রা.) কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন শরীফ ও বিভিন্ন ক্রীড়া সামগ্রীও উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন,সাবেক সহ-সভাপতি বাচ্চু আহমেদ,সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ,
জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মেহেদী হাসান,প্রচার সম্পাদক জাকির হোসেন জিকু

এছাড়া মহালছড়ি ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ মো. জাহাঙ্গীর আলম, মো. কাউছার ইসলাম, খালেদ মাসুদ সাগর, আব্দুল কাদের সিয়ামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের এ উদ্যোগকে প্রশংসা করে বলেন, এটি পাহাড়ে শিক্ষার প্রসার ও তরুণদের ইতিবাচক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিক্ষা ও ক্রীড়ার সমন্বয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার এই উদ্যোগ ভবিষ্যতের আলোকিত বাংলাদেশ গঠনে সহায়ক হবে।

Related Articles

Back to top button