খাগড়াছড়িতে তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী
খাগড়াছড়ি প্রতিনিধি:পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোনের উদ্যোগে স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে বাঘাইহাট জোনের আয়োজনে মাসালং বাজারে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন শাহে নেওয়াজ শোশন এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল উপস্থিত স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন।
এ সময় ৩২২ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয় এবং প্রায় ৭০ হাজার টাকার ওষুধ বিতরণ করা হয়। নারী, শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সের মানুষ এ সেবা গ্রহণ করেন।
স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় নিয়মিত চিকিৎসা সুবিধা না থাকায় সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা।
একজন রোগী বলেন, “আমরা দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে এসেছি। সেনাবাহিনীর ডাক্তাররা খুব আন্তরিকভাবে দেখছেন—এটা সত্যিই প্রশংসনীয়।”
এ প্রসঙ্গে ক্যাপ্টেন শাহে নেওয়াজ শোশন বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা নয়, পার্বত্য এলাকার মানুষের কল্যাণেও সর্বদা কাজ করছে। এই চিকিৎসা সেবার মাধ্যমে আমরা জনগণের পাশে থাকতে চাই।”
ক্যাম্প শেষে স্থানীয়রা সেনাবাহিনীর মানবিক এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগে সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে আস্থা, ভালোবাসা ও সম্পর্ক আরও গভীর হচ্ছে।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবেই মানবিক সহায়তা, চিকিৎসা সেবা, শিক্ষাসামগ্রী বিতরণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয়দের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।