খাগড়াছড়িতে পরিত্যক্ত হ্যান্ড টিয়ার গ্রেনেড উদ্ধার
খাগড়াছড়ি সদর উপজেলার মধুপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড টিয়ার গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মধুপুর বাজার সংলগ্ন ঝোপের ভেতর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।
পুলিশ জানায়, সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি ঝোপের মধ্যে সন্দেহজনক একটি বস্তু দেখতে পান। পরে তারা বিষয়টি থানায় জানান। খবর পেয়ে সদর থানার টহল দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। প্রথমে সেটি বিস্ফোরক সদৃশ মনে হলেও পরে তা হ্যান্ড টিয়ার গ্রেনেড হিসেবে শনাক্ত করা হয়।
ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, “উদ্ধারকৃত বস্তুটি হ্যান্ড টিয়ার গ্রেনেড। এটি কোনো সংস্থার বা ব্যক্তির কাছ থেকে এসেছে কি না, তা জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি ভয়ানক কোনো বিস্ফোরক নয় বলে নিশ্চিত হওয়া গেছে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত গ্রেনেডটি নিরাপত্তাজনিত কারণে থানায় সংরক্ষণ করা হয়েছে এবং বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক থাকে। পুলিশ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং নাগরিকদের যেকোনো সন্দেহজনক বস্তু দেখলে দ্রুত প্রশাসনকে জানাতে আহ্বান জানিয়েছে।
খাগড়াছড়ি সদর থানার একটি সূত্র জানায়, এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোও তদন্তে নেমেছে।






