খাগড়াছড়ি সদর

স্বাধীনভাবে দায়িত্ব পালনের দাবিতে খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি: “সাংবাদিকদের নিরাপত্তা চাই, স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই”— এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে সাংবাদিকরা মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংবাদকর্মীরা অংশ নেন। খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এতে সংহতি জানান।

পরে চার দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হুমকি, হামলা ও হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে— যা গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশের জন্য হুমকি। তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের আয়না; তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও স্বচ্ছতার পথ বাধাগ্রস্ত হবে।

কর্মসূচি থেকে অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা বন্ধ করা এবং হামলা ও হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানানো হয়।

Related Articles

Back to top button