খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা
খাগড়াছড়ি প্রতিনিধি : বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা খাগড়াছড়িতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল থেকেই য়ংড বৌদ্ধ বিহার, বিশ্বশান্তি বুদ্ধ ধাতু বোগো জাদি, ধর্মপুর বৌদ্ধ বিহার, সারিপুত্র পালিটোল বিহার ও পানখাইয়া পাড়া বৌদ্ধ বিহারসহ জেলার বিভিন্ন বিহারে অনুষ্ঠিত হয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালা।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দায়ক-দায়িকারা ভোর থেকেই বিহারে উপস্থিত হয়ে প্রার্থনা, দান ও ধ্যান অনুষ্ঠানে অংশ নেন। মূল আয়োজনে ছিল বুদ্ধ পূজা, পদ্ম ও শাপলা ফুল দান, বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, পিন্ডদান, হাজার বাতি দান, চীবর দান ও হাজার প্রদীপ প্রজ্জ্বলনসহ নানা ধর্মীয় কার্যক্রম।
বিহারে প্রার্থনায় অংশ নিতে আসা ভক্ত প্রকৃতি চৌধুরী বলেন,“প্রতি বছরের মতো এবারও আমরা ফুল দিয়ে প্রণাম করতে এসেছি। নিজের, পরিবারের ও সকল জীবের সুখ ও মঙ্গল কামনায় আমরা প্রার্থনা করছি।”
য়ংড বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা বলেন,“প্রবারণা পূর্ণিমা আত্মশুদ্ধির প্রতীক। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন দান ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।”
বিহারের অধ্যক্ষ ক্ষেমাসারা মহাস্থবির বলেন,“প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ সমাজকে আত্মসমালোচনা ও সংশোধনের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে। এটি শান্তি, সহমর্মিতা ও মঙ্গল কামনার উৎসব।”
ধর্মীয় আচার-অনুষ্ঠানে ভক্তদের অংশগ্রহণে খাগড়াছড়ির বৌদ্ধ বিহারগুলো পরিণত হয় শান্তি, ভক্তি ও পুণ্যের এক মহতী মিলনমেলায়।






