খাগড়াছড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রিজিয়ন কমান্ডার, শান্তিপূর্ণ উৎসবের আহ্বান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেছেন চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে তিনি জেলা সদরের আনন্দনগর ও শান্তিনগর পূজামণ্ডপে গিয়ে পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে অপচেষ্টা হয়েছিল, স্থানীয় জনগণ সেটি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছে। এটি জনগণের বিজয়। সেনাবাহিনী সর্বদা সজাগ রয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”
তার সঙ্গে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম এবং রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর কাজী মোস্তফা আরেফিন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, সাধারণ সম্পাদক টমাল দাশ লিটনসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরাও এ সময় রিজিয়ন কমান্ডারকে স্বাগত জানান।






